Anudhyan Mass Communication and Journalism
University of Rajshahi
A practice news portal of Department of Mass Communication & Journalism of University of Rajshahi
শিরোনাম
পরীক্ষার সাত মাস পরেও ফল প্রকাশ না হওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষাক্রম বিষয়ে আলোচনারাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছেতিস্তা নদীতে খনন ও বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরারাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভর্তি-পরীক্ষা আগামী ২০-২২ অক্টোবর অনুষ্ঠিত হবে

স্থিরচিত্রে মতিহার চত্বরের বৈশাখ-বরণ

অনুধ্যান

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১৫ এপ্রিল ২০১৯ সোমবার

চারুকলা অনুষদের মঙ্গল-শোভাযাত্রা

চারুকলা অনুষদের মঙ্গল-শোভাযাত্রা

অনুধ্যান ডেস্ক: বাংলা নতুন বছরকে বরণ করে নিতে  বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের মানুষের বিচিত্র-বর্ণিল অয়োজন আর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতিহারের সবুজ চত্বরে পহেলা বৈশাখে সারা দিন ছিল উৎসবের আমেজ। উৎসবের কিছু মুহূর্ত বন্দি হয়েছে অনুধ্যানের ক্যামেরায়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মঙ্গল-শোভাযাত্রা । ছবি: রেজা

 

বর্ষবরণের পূর্ব মুহূর্তে চারুকলা অনুষদে চলছে লোকজ ময়ূর তৈরির জোর প্রস্তুতি। ছবি: আহমেদ ফরিদ

বৈশাখে সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: আহমেদ ফরিদ

মঙ্গল-শোভাযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু)।ছবি: আহমেদ ফরিদ


বৈশাখী আমেজ প্রাণ ছুঁয়েছে বিদেশি নাগরিকেরও। ছবি: আহমেদ ফরিদ

 

 

পহেলা বৈশাখ ১৪২৬ বরণের পূর্বপ্রস্তুতি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যায়ের চারুকলা অনুষদ থেকে সরাসরি

প্রতিবেদনে ব্যস্ত প্রতিবেদক ও চিত্রগ্রাহক ।ছবি: এম.মনজুর ইলাহী

শিল্পীর রঙতুলির ছোঁয়ায় রাঙিয়ে উঠছে ময়ূর, পেখম মেলেছে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় ।ছবি: মো. জহুরুল ইসলাম

পহেলা বৈশাখে অন্য শিশুরা যে সময় মা-বাবার সাথে রঙিন সাজে ঘুরে বেড়াচ্ছে তখন পেটের দায়ে মায়ের সাথে ভিক্ষা করছে এক শিশু। ছবিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের সামনে একটি চায়ের দোকান থেকে তোলা। 

 

পহেলা বৈশাখের দিন কুড়িয়ে পওয়া বোতল থেকে কোমল পানির শেষ ফোটাটুকু পান করার চেষ্টা করছেন এক পথশিশু। ছবিটি রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে তোলা।

নববর্ষে বসেছিল গ্রামীণ মেলা। পণ্য সাজাতে ব্যস্ত দোকানি। ছবি: তানজিনা রহমান

মঙ্গল-শোভাযাত্রায় মহিষের গাড়ি ছিল বিশেষ আকর্ষণ। ছবি: তানজিনা রহমান

রং তুলির আঁচড়ে নতুন বর্ষকে বরণ করে নিতে সবাই যেনো উৎসুক। তাইতো বৈশাখের রঙে রাঙিয়ে নিচ্ছেন নিজেকে।