Anudhyan Mass Communication and Journalism
University of Rajshahi
A practice news portal of Department of Mass Communication & Journalism of University of Rajshahi
শিরোনাম
পরীক্ষার সাত মাস পরেও ফল প্রকাশ না হওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষাক্রম বিষয়ে আলোচনারাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছেতিস্তা নদীতে খনন ও বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরারাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভর্তি-পরীক্ষা আগামী ২০-২২ অক্টোবর অনুষ্ঠিত হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈশাখের আগমনী সুর...

অনুধ্যান

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৩ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার

বৈশাখ-বরণের প্রস্ততিতে ব্যস্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার্থীরা

বৈশাখ-বরণের প্রস্ততিতে ব্যস্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার্থীরা

আসছে নতুন বছর ১৪২৪। বর্ষবরণের সব প্রস্তুতি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেও চলছে নানা আয়োজন।

বাংলা নববর্ষকে বরণ করতে বৈশাখী সাজে সেজে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মতিহার চত্বরে এবারো উৎসব মুখর পরিবেশ আর নান্দনিক আয়োজনে বর্ষবরণ প্রস্তুতির ছোঁয়া লেগেছে। প্রতিবারের মতো পহেলা বৈশাখ উদযাপনের প্রধান আকর্ষণ চারুকলা অনুষদ। এছাড়া জোর প্রস্তুতিতে নেমে পড়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ বিভিন্ন বিভাগ আর নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

চারুকলা অনুষদের বকুল তলায় গিয়ে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী ময়ুর পঙ্খী শাম্পান তৈরিতে ব্যস্ত। পাশেই গিরগিটি তৈরি করছেন একদল শিক্ষার্থী। বৈশাখী গানের সুর ভেসে আসছে অনুষদ ভবন থেকে। নির্দেশনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চারুকলা অনুষদের শিক্ষক কনক কুমার পাঠক।

প্রস্তুতি চলছে বৈশাখের

কথা হয় কনক কুমার পাঠকের সাথে। তিনি জানান, ঋতু পরিবর্তন আর সমাজ পরিবর্তনকে মাথায় রেখে এবারের আয়োজনে প্রাধান্য পাচ্ছে গিরগিটি। এছাড়া অন্যান্য বর্ষবরণের মতো এবারও যাত্রাপালা, বাউল গানসহ তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও তিনি বলেন, ‘‘এবারের বৈশাখে ‘আনন্দলোকে মঙ্গলালোকে, বিরাজ সত্য সুন্দরও’ প্রতিপাদ্য হিসেবে থাকছে।``

মঙ্গল শোভাযাত্রার জন্য বিভিন্ন প্ল্যাকার্ড, মুখোশ, পাখা, জোকার ক্যাপসহ বিভিন্ন জিনিস তৈরী করছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। পোস্টার ও রং এর কাজও শুরু হয়ে গেছে। বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আমিরুল মোমেনীন চৌধুরী বলেন, ‘‘প্রতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনে উর্ধ্বতন ব্যক্তিরা মঙ্গল শোভাযাত্রায় থাকেন। কিন্তু এখনো যেহেতু বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ হয়নি তাই তাদের ছাড়াই প্রাথমিক কার্ড করা হয়েছে। আমরা আশা করছি শিগগিরই উপাচার্য নিয়োগ হবে। তবে আমাদের কার্যক্রম পুরোদমে চলছে।‘‘

সাংবাদিকতা বিভাগের প্রস্তুতি

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলা আয়োজন করছে। এই বিভাগের মিডিয়া চত্বরে গিয়ে দেখা যায়, একতারা, ফুল, পাখি, মুখোশ তৈরি করছেন কয়েকজন শিক্ষার্থী। চলছে মেলার স্টল সাজার কাজ। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আহমেদ সজীব বলেন, ‘‘এ বছর আমরা ভিন্ন উদ্যোগে নতুন বর্ষকে বরণ করছি। কর্পোরেট সংস্কৃতির ছোয়ায় আমরা আমাদের শৈশব, সংস্কৃতিকে অনেকটাই ভুলতে বসেছি। এজন্য আমাদের এই নববর্ষের আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে বৈশাখী মেলা।‘‘

নতুন বর্ষকে বরণ করতে ব্যস্ত সময় পার করছে ইংরেজী, ম্যানেজমেন্ট স্টাডিজ, নাট্যকলা এবং বাংলা বিভাগ আর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। রবীন্দ্র ভবনের সামনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, শহীদুল্লাহ কলা ভবনের সামনে বাংলা ও ইংরেজী বিভাগ বৈশাখী আয়োজন করছে। শেখ রাসেল মডেল স্কুল চত্বরে বৈশাখী কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অর্থনীতি বিভাগ। এছাড়াও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করবে বলে জানা গেছে।

বর্ষবরণের সব প্রস্তুতি চলছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে

 নববর্ষ উদযাপন উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, ক্যাম্পাস এলাকায় মোটরসাইকেলে সর্বোচ্চ একজন আরোহী, মুখোশ ও ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। বিকাল ৫টার মধ্যেই যে কোন ধরনের অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোতায়েন থাকবে।

প্রতিবেদক দল: অশোক চক্রবর্তী, মো: মাননু মিয়া, আহসান হাবীব, মোছা: তাসনিয়া খাতুন , রকিবুল ইসলাম, পপি সরদার, প্রতিমা সরকার, মো: মাসুদ রানা, মো: মামুনার রশিদ, মো: রাশেদুল ইসলাম