Anudhyan Mass Communication and Journalism
University of Rajshahi
A practice news portal of Department of Mass Communication & Journalism of University of Rajshahi
শিরোনাম
মার্কেটিং বিভাগে শিক্ষাবৃত্তির জন্য ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন বিভাগের সাবেক শিক্ষার্থী মাহবুবুল আলম রাজাবর্ণিল ও বিচিত্র আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষ ১৪২৬ উদযাপিত হয়েছেশেষ হলো সপ্তাহব্যাপী ডেটা জার্নালিজম কর্মশালা‘ ডেটা জার্নালিজম ইন নিউজরুম: হাউ টু ইউজ ডেটা ফর এ গুড স্টোরি‘ কর্মশালার পঞ্চম দিনে শিক্ষার্থীরা অনলাইন সংবাদ-সাইট থেকে ডেটা সংগ্রহ, ডেটা তৈরি এবং সে ডেটা আবার নতুন রূপে উপস্থাপন করার কৌশল শিখেছেন

‘রজত জয়ন্তী‘ উৎসবে লোক প্রশাসন বিভাগের বর্ণিল আয়োজন

অনুধ্যান

প্রকাশিত : ১১:৩৪ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

‘রজয় জয়ন্তী‘ র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে

‘রজয় জয়ন্তী‘ র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে

সাজু আহমেদ : ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ ‘রজত জয়ন্তী‘ উদয়াপন করেছে। একই  দিনে বিভাগটির অ্যালামনাই অ্যাসোসয়িশেনও গঠন করা হয়েছে।

 আজ বেলা ১২ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ‘রজত জয়ন্তী‘ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম. আব্দুস সোবহান। বিভাগীয় সভাপতি প্রফসের ড. পারভজে আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোঃ জাকারিয়া। উদ্বোধন অনুষ্ঠান শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে থেকে বের করা হয় ‘রজয় জয়ন্তী‘ র‌্যালি। এটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

 প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহান বলেন, ‘এই পৃথিবীতে সেই বড়, যে মনের দিক থেকে বড়। আর প্রকৃত শিক্ষার মাধ্যমে আমাদের এই মনকে বড় করতে হবে। তা নাহলে আমরা  এই জাতিকে কিছু দিতে পারবো না। এজন্য আমাদের বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত।‘ তিনি আরো বলেন,‘ শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া, ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আর প্রকৃত শিক্ষায় শিক্ষিত হলেই কেবল দেশ ও জাতিকে সেবা করা সম্ভব।‘

 ‘রজত জয়ন্তী‘ উৎসবে বিভাগের বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীর সমাগম ঘটে। এই উপলক্ষে বিভাগ ও বিভাগের সামনের চত্বরে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী বেনজীর আহমেদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন,‘ দীর্ঘ পচিঁশ বছর পরে এখানে এসে আমি আমার বন্ধুদের সাথে আবার দেখা করার সুযোগ পয়েছি। এখানে না আসলে হয়তো তাদের সাথে দেখা হতো না। এটি আমাদের সবাইকে একত্র করার একটি বড় প্লাটফর্ম যার কারণেই আমি এই অনুষ্ঠানে এসেছি।‘

 লোক প্রশাসন বিভাগের কামরুল হাসান জনি নামে একজন মাস্টার্সের শিক্ষার্থী  জানান,‘এই অনুষ্ঠান আসলে সাবেকদের সাথে পরিচিত হওয়ার একটি বড় সুযোগ। যারা এই বিভাগ থেকে ২০ বছর আগের বের হয়ে গেছে তাদের সবার সাথে আমাদের পরিচিতি নেই। এখানে সাবেক সব বড় ভাই-বোনেরা এসেছেন , যাদের সাথে আমরা পরিচিতি হওয়ার সুযোগ পাচ্ছি। এটি আমাদের পরবতী জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি।‘

 লোক প্রশাসন বিভাগরে অ্যালামনাই অ্যাসোসয়িশেন গঠন সংক্রান্ত আলোচনা দুপুর ৩ টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শুরু হয় । এতে সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের সভাপতি এবং ‘রজত জয়ন্তী উদযাপন ও অ্যালামনাই অ্যাসোসয়িশেন গঠন কমিটি‘র আহবায়ক প্রফেসর ড. পারভেজ আজহারুল হক। সন্ধ্যায় শেখ রাসেল স্কুল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিভাগীয় শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক দর্শনার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।