Anudhyan Mass Communication and Journalism
University of Rajshahi
A practice news portal of Department of Mass Communication & Journalism of University of Rajshahi
শিরোনাম
পরীক্ষার সাত মাস পরেও ফল প্রকাশ না হওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষাক্রম বিষয়ে আলোচনারাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছেতিস্তা নদীতে খনন ও বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরারাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভর্তি-পরীক্ষা আগামী ২০-২২ অক্টোবর অনুষ্ঠিত হবে

বঙ্গবন্ধু রাজনীতির শিল্পী:জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য

অনুধ্যান

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৯ বুধবার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহানসহ শিক্ষকবৃন্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহানসহ শিক্ষকবৃন্দ

মর্তুজা নুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ বলেছেন, বঙ্গবন্ধুকে অনেকে রাজনীতির কবি বলেন, কিন্তু আমার মনে হয় তিনি রাজনীতির শিল্পী। তিনি যেভাবে একটি দেশকে স্বাধীন করেছেন, সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। বঙ্গবন্ধু হঠাৎ করেই বাংলাদেশ সৃষ্টির পরিকল্পনা করেননি।

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে আজ এসব কথা বলেন তিনি। সংগঠনের আহ্বায়ক প্রফেসর ড. এম মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এম আব্দুস সোবহান। দুই উপ-উপাচার্য প্রফেসর ড.আনন্দ কুমার সাহা ও  প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়াসহ বিপুল সংখ্যক শিক্ষকও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

 প্রধান আলোচক প্রফেসর ড. হারুন অর রশিদ তাঁর বক্তব্যে আরো বলেন, ১৯৬৬ সালে যখন আওয়ামী লীগের সম্মেলন হয়, তখন সে অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত ছিলো ‘আমার সোনার বাংলা’। যেটা বর্তমানে আমাদের জাতীয় সঙ্গীত। এ রকম আরো অসংখ্য বিষয় আছে যা থেকে বোঝা যায়, বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন।

 প্রফেসর ড. হারুন অর রশিদ বলেন, মুজিবনগর সরকার কোনো অবৈধ সরকার ছিল না। ১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরাই এ সরকার গঠন করেছিল। ফলে দেশের জনগন তাদের ডাকে সাড়া দিয়েছিল। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল বলেই আমাদের মহান মুক্তিযুদ্ধ অত্যন্ত সুশৃঙ্খল পরিচালিত হয়েছে। যার ফলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি।

 এর আগে ঐতিহাসিক এই মুজিবনগর দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেলা ১০টায় শোভাযাত্রাটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, মুজিবনগরে যে সরকার গঠন করা হয়েছিল তা হঠাৎ করে গড়ে ওঠা সরকার নয়। দীর্ঘ দিন ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুগামী হিসেবে যারা এদেশের মানুষের জন্য অধিকার আদায়ের সংগ্রাম করছিলেন, তারাই সেই সরকার গঠন করেছেন। মুজিবনগরের এই সরকার শুধু বিদেশি রাষ্ট্রের সমর্থন আদায়ে কাজ করেনি, তারা মুক্তিযুদ্ধে নেতৃত্বও দিয়েছে।