Anudhyan Mass Communication and Journalism
University of Rajshahi
A practice news portal of Department of Mass Communication & Journalism of University of Rajshahi
শিরোনাম
পরীক্ষার সাত মাস পরেও ফল প্রকাশ না হওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষাক্রম বিষয়ে আলোচনারাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিউজলেটার বিদ্যাবার্তা’র দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়েছেতিস্তা নদীতে খনন ও বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীরারাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বষের্র ভর্তি-পরীক্ষা আগামী ২০-২২ অক্টোবর অনুষ্ঠিত হবে

গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাইদের অংশগ্রহণে ইফতার মাহফিল

অনুধ্যান

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ১ জুন ২০১৯ শনিবার

ইফতার মাহফিলে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ

ইফতার মাহফিলে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ

অনুধ্যান প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাইদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী নগরীর একটি হোটেলে গতকাল এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের ১ম ব্যাচ থেকে শুরু করে ২২তম ব্যাচ পর্যন্ত সাবেক শিক্ষার্থীরা।আর শিক্ষকদের মধ্যে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ প্রশাসক ও বিভাগের সাবেক সভাপতি মশিহুর রহমান, সাবেক সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে, শাতিল শিরাজ, ড. মাহাবুবুর রহমান, ড. মোজাম্মেল হোসেন বকুল,  আব্দুল্লাহিল বাকী ও মো. মামুন আব্দুল কাইয়ুম ।

কুষ্টিয়ার অনুষ্ঠিত িইফতার মাহফিলে গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

কুষ্টিয়ার অনুষ্ঠিত ইফতার মাহফিলে গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

 

ঢাকায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

সাবেক শিক্ষার্থীদের মধ্যে ছিলেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জান্নাত জাহান রিতা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রভাষক সালমা জাহান ঊর্মি, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল কুদ্দুস সুমন, সময় টেলিভিশনের রাজশাহী ব্যুরো চিফ সাইফুর রহমান রকি, রেডিও পদ্মার স্টেশন ম্যানেজার শাহানা পারভিন, ওয়াচডগ বাংলাদেশের নির্বাহী পরিচালক সাজ্জাদ শাহীন, মিডল্যান্ড ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক সামিউল করিম খিলজী, মাছরাঙ্গা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক গোলাম রব্বানী এবং ব্যবসায়ী শহিদুল ইসলাম সুমনসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

 এছাড়া গত সপ্তাহে ঢাকা ও কুষ্টিয়ায় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়েও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।